Swadhin News Logo
বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভারতের মতো অতিরিক্ত শুল্ক আরোপ হতে পারে চীনের ওপর, সতর্কবার্তা ট্রাম্পের

প্রতিবেদক
Nirob
আগস্ট ৭, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ
ভারতের মতো অতিরিক্ত শুল্ক আরোপ হতে পারে চীনের ওপর, সতর্কবার্তা ট্রাম্পের

ভারতের মতো অতিরিক্ত শুল্ক আরোপ হতে পারে চীনের ওপর, সতর্কবার্তা ট্রাম্পের

রাশিয়া থেকে তেল ক্রয়ের জেরে ভারতের মতোই অতিরিক্ত শুল্কের খড়গ পড়তে পারে চীনের ওপর। এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

গতকাল ওভাল অফিসে সংবাদ সম্মেলনে ট্যারিফ ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হন তিনি। সেসময় সাংবাদিকরা তাকে মনে করিয়ে দেন, ভারত ছাড়াও আরও ক্রেতা রয়েছে রাশিয়ার তেলের। উদাহরণ হিসেবে উল্লেখ করেন চীনের কথা। যারা আরও বেশি তেল ক্রয় করে মস্কোর কাছ থেকে।

ভারতের মতো তাদের ওপরও অতিরিক্ত ট্যারিফ দেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে সম্ভাবনা রয়েছে বলে জানান ট্রাম্প। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক