Swadhin News Logo
শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে ৮

প্রতিবেদক
Nirob
আগস্ট ৯, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে ৮

নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত আসামি শহিদুলকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। এ নিয়ে এই হত্যা মামলায় মোট গ্রেফতার ৮ জনকে গ্রেফতার করা হলো। শনিবার (৯ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরও ২ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারও আগে শুক্রবার সুপুরে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়।  

উল্লেখ্য, শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে।

তখন তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা।

/এএস

সর্বশেষ - আন্তর্জাতিক