ব্রাজিলে যাত্রীবাহী বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১১ জনের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন।
শুক্রবার (৮ আগস্ট) রাতে দেশটির মাতো গ্রোসো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের জেরে পুরোপুরি দুমড়েমুচড়ে যায় যান দু’টি। এক বিবৃতিতে হাইওয়ে পুলিশ জানায়, আহতদের এরইমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, নিয়মিতই ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগে গত মে মাসেও বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ৯ জনেরর মৃত্যু হয়েছিলো।
/এমএইচ