Swadhin News Logo
রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

‎মাদারীপুরে প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
Nirob
আগস্ট ১০, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
‎মাদারীপুরে প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, ‎মাদারীপুর:

‎মাদারীপুরে প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার করেছে মাদারীপুর পুলিশ। রোববার (১০ আগস্ট) বিকেলে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করে মাদারীপুর পুলিশ।

আটককৃত  হামিদুল হাওলাদার (৩২) পটুয়াখালী সদর উপজেলার উত্তর হাজীখালী গ্রামের মৃত আওয়াল হাওলাদারের ছেলে ও রাজিব কাজী (২৮) একই উপজেলার নন্দীপাড়া গ্রামের জসীম কাজী ছেলে।

‎প্রেস ব্রিফিংয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, শনিবার (৯ আগস্ট) পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চক্রটির মূল হোতা হামিদুল ও নন্দীপাড়া থেকে তার সহযোগী রাজিব কাজীকে গ্রেফতার করা হয়। সেইসাথে উদ্ধার করা হয় একটি প্রাইভেট কার। এ সময় আসামিদের ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্টের টাকাও ফ্রিজ করা হয়। সেইসাথে জব্দ করা হয় অপরাধে ব্যবহৃত কিছু দেশীয় অস্ত্র।

তিনি আরও জানান, ‎আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্যরা পটুয়াখালী থেকে ময়মনসিংহ এবং ঢাকা থেকে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করত। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা, অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক