Swadhin News Logo
সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শুল্কমুক্ত সুবিধায় আনা একটি গাড়িও বিক্রি হয়নি

প্রতিবেদক
Nirob
আগস্ট ১১, ২০২৫ ৮:১২ পূর্বাহ্ণ
শুল্কমুক্ত সুবিধায় আনা একটি গাড়িও বিক্রি হয়নি

শুল্কমুক্ত সুবিধায় সাবেক সংসদ সদস্যদের আমদানি করা ৩১টি গাড়ি এক বছর ধরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে পড়ে আছে। প্রথম দফায় ২৪টি নিলামে তোলা হলেও মেলেনি কাঙ্ক্ষিত দাম। এতে বিক্রি করতে পারেনি কাস্টমস। ২৪টির মধ্যে নিলামে ১০টির ক্রেতাই ছিল না। বাকিগুলোর দাম উঠেছিল এক থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত। শুধুমাত্র একটির দাম উঠেছিল তিন কোটি ১০ লাখ টাকা। অথচ একেকটি গাড়ির বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। তবে নিলামে মূল্য ধরা হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ তিন হাজার ৮৯৯ টাকা। 

দ্বিতীয় নিলামে গাড়িগুলো তুললে প্রথম নিলামের চেয়ে একটু বেশি দর উঠলে কাস্টমসের নিয়ম অনুযায়ী ক্রেতার কাছে হস্তান্তর করতে বাধ্য। সেক্ষেত্রে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কা আছে। এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সুস্পষ্ট নির্দেশনা ছাড়া দ্বিতীয় নিলামে তোলার ঝুঁকি নিতে চাইছে না চট্টগ্রাম কাস্টমস। ফলে এসব গাড়ির বিষয়টি এক বছরেও সুরাহা হয়নি।

দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিলেন তৎকালীন সংসদ সদস্যরা। সরকারের পটপরিবর্তনের পর গত ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়। শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে দেয় এনবিআর। তাতে গাড়িগুলো রেখে যান সাবেক সংসদ সদস্যরা। মোট ৩১টি গাড়ির মধ্যে ২৪টি গাড়ি গত ফেব্রুয়ারিতে প্রথম দফায় নিলামে বিক্রির জন্য তুলেছিল চট্টগ্রাম কাস্টমস। তবে গাড়িভেদে সর্বোচ্চ এক লাখ থেকে তিন কোটি ১০ লাখ টাকা পর্যন্ত দর দিয়েছেন আগ্রহী ক্রেতারা, যা গাড়িগুলোর বাজারদরের চেয়ে অস্বাভাবিক কম। দর কম হওয়ায় তা ছাড় দেয়নি কাস্টমস।

এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার (নিলাম) সাকিব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক সংসদ সদস্যদের এসব গাড়ি প্রথম নিলামে এক লাখ টাকা থেকে তিন কোটি ১০ লাখ টাকা পর্যন্ত দর উঠেছিল। দ্বিতীয় নিলামে এর চেয়ে বেশি দরদাতাকে হস্তান্তর করার নিয়ম আছে। এতে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হতে হবে। তাই দ্বিতীয়বার নিলামে না তুলে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে মতামত চাওয়া হয়েছে। মতামত পেলেই দ্রুত বিষয়টি নিষ্পত্তি করা হবে।’

গাড়িগুলো সরকারি অনেক সংস্থা ব্যবহারে আগ্রহী উল্লেখ করে সাকিব হাসান বলেন, ‘সংস্থাগুলো নিলামের নির্ধারিত দামে কিনতে আগ্রহী। এই প্রক্রিয়ায় দেওয়া গেলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি থেকে রেহাই পাবে। তবে বিষয়টি নির্ভর করছে এনবিআরের সিদ্ধান্তের ওপর।’  

এদিকে গত ২৫ জুলাই চট্টগ্রাম কাস্টম হাউজ ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ‘গাড়িগুলো আমরা নিলামে দিয়েছিলাম। তবে আশানুরূপ দাম পাইনি। এখন আমরা কিছু বিকল্প চিন্তা করছি। যেমন কোনও কোনও সরকারি সংস্থা প্রস্তাব দিয়েছে, তারা ৬০ শতাংশ দামে গাড়িগুলো নিতে চায়। আমরা জলের দরে বিক্রি করতে চাই না। এগুলোর একেকটি গাড়ির দাম আট থেকে নয় কোটি টাকা। যদি উপযুক্ত দাম না পাই, তাহলে আরও ভালো ব্যবহার কীভাবে করা যায়, তা সরকারের উচ্চপর্যায়ে আলাপ করে সিদ্ধান্ত নেবো। এসব গাড়ি বছরের পর বছর ফেলে স্ক্র্যাপ করার পক্ষে নই আমরা। অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কাস্টমস সূত্র জানিয়েছে, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ২৪টিসহ মোট ৪৪টি গাড়ি নিলামে তোলা হয়। চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে অনলাইনে দরপত্র দাখিল প্রক্রিয়া শুরু হয়। দরপত্র জমা কার্যক্রম চলে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহীদের দেওয়া দরপত্র খোলা হয় ১৭ ফেব্রুয়ারি। নিলামে ৪৪টি গাড়ির বিপরীতে দরপত্র জমা পড়েছিল ১৩৭টি। এ ছাড়া সাবেক এমপিদের ২৪টি গাড়ির মধ্যে দরপত্র জমা পড়েছিল ১৪টিতে। এসব গাড়ি কিনতে ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছিল। সাবেক এমপিদের গাড়িগুলোতে সর্বোচ্চ এক লাখ থেকে তিন কোটি ১০ টাকা দর দিয়েছেন আগ্রহী ক্রেতারা। ১০টি গাড়িতে কোনও দরপত্র জমা পড়েনি।

কাস্টমসের নিয়ম অনুযায়ী প্রথম নিলামে নির্ধারিত দরের ৬০ শতাংশ বা তার বেশি যিনি সর্বোচ্চ দর দেবেন, তার কাছে বিক্রি করার সুযোগ রয়েছে। এই হিসাবে ন্যূনতম পাঁচ কোটি ৮০ লাখ টাকা দর পড়লে বিক্রির সুযোগ ছিল। অথচ সাবেক এমপিদের কোনও গাড়িতেই এত দর উঠেনি।  

কাস্টমস সূত্রে জানা যায়, বন্দরসহ বিভিন্ন সরকারি সংস্থা এসব গাড়ি কিনতে আগ্রহী আছে। এর মধ্যে বন্দরের পাঁচটি গাড়ি কেনার আবেদন বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয় হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের বিবেচনায় আছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিলামে নির্ধারিত মূল্যে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবহারের জন্য পাঁচটি গাড়ি কিনতে চাইছি। এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ের মাধ্যমে এরই মধ্যে এনবিআরে পাঠানো হয়েছে। এখন বিষয়টি এনবিআরের বিবেচনাধীন আছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
গোপালগঞ্জে ৪ মামলায় গ্রেফতার ৩০৬, বাড়লো কারফিউয়ের সময়

গোপালগঞ্জে ৪ মামলায় গ্রেফতার ৩০৬, বাড়লো কারফিউয়ের সময়

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

যুদ্ধবিরতির খবরের পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত

যুদ্ধবিরতির খবরের পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত

ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকা নিহত

ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকা নিহত

যুক্তরাষ্ট্রে বন্যায় প্রাণহানি বেড়ে ৪৩, এখনও নিখোঁজ ২৭ শিশু

যুক্তরাষ্ট্রে বন্যায় প্রাণহানি বেড়ে ৪৩, এখনও নিখোঁজ ২৭ শিশু

বিদেশি বলে দেশে তৈরি ভেজাল ওষুধ বিক্রি, লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

বিদেশি বলে দেশে তৈরি ভেজাল ওষুধ বিক্রি, লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

সরকারি সব পাটকল চালু ও শ্রমিকের ন্যূনতম ৫৬০ টাকা মজুরি বাস্তবায়নের দাবি

সরকারি সব পাটকল চালু ও শ্রমিকের ন্যূনতম ৫৬০ টাকা মজুরি বাস্তবায়নের দাবি

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ি প্রবেশে বাড়ানো মাশুল স্থগিত

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ি প্রবেশে বাড়ানো মাশুল স্থগিত

এবার লক্ষ্য সংসদ ভবন: নাহিদ ইসলাম

এবার লক্ষ্য সংসদ ভবন: নাহিদ ইসলাম

কুয়েটে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

কুয়েটে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন