
ডিজাইন নকলের অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের মুখে অবশেষে ক্ষমা চাইলেন অ্যাডিডাসের ডিজাইনার। খবর বিবিসির।
বিশ্বখ্যাত ব্র্যান্ডটির বিরুদ্ধে মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘হুয়ারাচেস’ জুতার নকশা নকল করার অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার উইলি শাভারিয়া। বিবিসিকে জানান, অনিচ্ছাকৃত এই ভুলের তিনি আন্তরিকভাবে দুঃখিত।
উল্লেখ্য, সম্প্রতি অ্যাডিডাসের জন্য একটি জুতার ডিজাইন করেন শাভারিয়া। অভিযোগ ওঠে, ডিজাইনটি মেক্সিকোর ওয়াক্সাকান আদিবাসীদের ঐতিহ্যবাহী জুতার নকশা হুবহু নকল। কোনোরকম অনুমতি কিংবা স্বীকৃতি ছাড়াই আদিবাসীদের ঐতিহ্যবাহী জুতার নকশার নকল করায় ওঠে নিন্দার ঝড়। প্রতিবাদে সরব হন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউমসহ বহু মানুষ।
/এএইচএম

















