চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৩০ জন এবং চিকুনগুনিয়ায় ৭৩ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার (১১ আগস্ট) বিকালে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, বিআরটিআইডি হাসপাতালে ৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন, সিএমএইচে ৫ জন, উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ৪ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৪ জন। চলতি আগস্ট মাসে এ পর্যন্ত আক্রান্ত হন ২১৪ জন। মারা গেছেন ৫ জন। এর আগে জুলাই মাসে ৪৩০ জন আক্রান্ত এবং মারা গেছেন ৭ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ৫২৫ জন নগরীর এবং ৫৬৪ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের ৫৯৪ জন পুরুষ, ৩১৪ জন নারী ও ১৮১ জন শিশু।
চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৫৬৪ জন আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ১৭২, বাঁশখালীতে ১৩০, লোহাগাড়ায় ৪৭, আনোয়ারায় ৪৭, সাতকানিয়ায় ৩৯, রাউজান ২৮, কর্ণফুলীতে ১৮, হাটহাজারীতে ১৬, পটিয়ায় ১৪, মীরসরাইয়ে ১২, চন্দনাইশে ১১, রাঙ্গুনিয়ায় ও ফটিকছড়িতে ৮ জন করে, বোয়ালখালীতে ও সন্দ্বীপে ৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন চার হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।