জামালপুর করেসপনডেন্ট:
জামালপুরের মাদারগঞ্জে গলায় সুপারি আটকে সাফুয়ান নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পলিশা গ্রামে ঘটনা ঘটে। নিহত সাফুয়ান উপজেলার পলিশা গ্রামের জনি মিয়ার ছেলে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি যখন ঘরের মেঝেতে খেলছিল, তখন পরিবারের সবার অগোচরে সে একটি সুপারি মুখে দিয়ে গিলে ফেলে। কিছুক্ষণ পরেই শিশুটির শ্বাসকষ্ট শুরু হয় এবং ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সাফুয়ানকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা. রাকিব হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
/এএস