
প্রতীকী ছবি
স্টাফ করেসপনডেন্ট শেরপুর:
শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে জেলা শহরের নতুন বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মনোয়ারা বেগম-(৩০)। তিনি ৩ সন্তানের জননী বলে জানাগেছে। নিহত মনোয়ারা বলাইয়ের চর ইউনিয়নের দুছরা ছনকান্দা গ্রামের আনোয়ার হোসেন এর স্ত্রী। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী।
নিহতের আত্মীয় ও এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে শেরপুরের বারদুয়ারি মসজিদে মানত পূরণের আশায় যাওয়ার পথে শহরের শেরী ব্রিজ এলাকায় অসাবধানতাবশত মনোয়ারার গলার ওড়না অটো রিকশার চাকায় পেঁচিয়ে যায়। পরে এই অবস্থায়ই তার মৃত্যু হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম।
/এএস

















