Swadhin News Logo
মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

শেখ হাসিনা এখন নামাজ পড়ছেন

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ
শেখ হাসিনা এখন নামাজ পড়ছেন

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৪ সালের শেষ মুহূর্তে ধানমণ্ডি বাড়িতে উঠেই, ‘৯৫ সালের জানুয়ারীর প্রথম থেকেই জোরশোরে লাগাতার আন্দোলন, সংগ্রাম, হরতাল, পদযাত্রা ইত্যাদি শুরু করলেন। দুপুর দু’টায় টঙ্গি থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হলো। অর্থাৎ টঙ্গি থেকে সবাই পায়ে হেঁটে মহাখালী যাবেন। মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে, পদযাত্রা শেষে এই মঞ্চ থেকে শেখ হাসিনা ভাষণ দেবেন।

শেখ হাসিনা তার বেতনভুক ব্যাগ বহনকারী রাম মোহন দাসের নামে রেজিস্ট্রেশন করা লাল রঙের নিশান পেট্রোল জীপে করে,বাকি সব নেতা- কর্মী পায়ে হেঁটে, টঙ্গি থেকে মহাখালীর দিকে রওয়ানা হল। প্রায় পাঁচ-সাত হাজার লোকের পদযাত্রা। হাজার লোকের ঠিক মাঝখানে শেখ হাসিনা জীপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছেন।

পদযাত্রার মাঝে মাঝে গোটা বিশেক রিক্সায় মাইক বেঁধে নানা ধরনের শ্লোগান দেওয়া হচ্ছে। জানুয়ারী মাস, শীতের বেলা। হাঁটতে খুব একটা খারাপ লাগছে না। দুপুর গড়িয়ে বিকেল হবে হবে। হঠাৎ একটি মাইকে বলা হল জননেত্রী শেখ হাসিনা এখন আসর নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হল জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন আসর নামাজ পড়ছেন। ঘড়িতে তখন সোয়া তিনটা বাজে।

প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ (সাবেক শেখ হাসিনার শিল্প ও বাণিজ্য মন্ত্রী) বললেন, আরে থামো থামো এখনও আসর ওয়াক্তই হয় নি। একটু পরে বল। এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করল। এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জীপের বড় বড় জানালার গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন।

আর পদযাত্রার হাজার হাজার পুরুষ জীপ গাড়ি ঘিরে শেখ হাসিনার নামাজ পড়া দেখতে লাগল। নামাজ শেষ হয়ে গেল কিন্তু মাইকে নামাজ পড়ার প্রচার শেষ হলো না। প্রায় এক ঘন্টারও বেশি সময় গোটা বিশেক মাইকে শেখ হাসিনা নামাজ পড়ছেন প্রচার করা হল।

অন্য আর একদিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে গুলশান আমেরিকান এম্বেসির সামনে দিয়ে বাড্ডায় যেয়ে শেষ হবে। পদযাত্রা শুরু হলে শেখ হাসিনা ডেকে বললেন, নামাজের ওয়াক্ত হওয়ার পরে যেন মাইকে বলা শুরু করে। ওয়াক্তের আগে যেন বলা শুরু না করে।

এবার মাইক ম্যানদের আগে ভাগেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হল এবং আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরই মাইকে প্রচার শুরু হল। নেত্রীও যথারীতি নিশান পেট্রোল জীপের জানালা খুলেই নামাজ আদায় করলেন। হাজার হাজার পুরুষ মানুষও জীপ ঘিরে শেখ হাসিনার নামাজ আদায় দেখল।

পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার ধানমণ্ডিস্থ বাসায় গেলে তার এক সঙ্গী বলল, আপা (শেখ হাসিনা) আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে, এতে নামাজ নষ্ট হয়।  আপনি নিশান পেট্রোল জীপে পর্দা লাগিয়ে নেন। উত্তরে শেখ হাসিনা বললেন, না পর্দা লাগালে জীপের ডিসেন্সি থাকে না। তখন ঐ সঙ্গী বলল, তাইলে আপা, আপনি জীপে বড় একটা চাদর রাখবেন,

যখন নামাজ পড়বেন আমরা তখন ঐ চাদর দিয়ে জীপটা ঘিরে রাখব।  যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে। জননেত্রী বললেন, না তোমরা তো সব ভাইয়ের মতো, চাদর লাগবে না।

সূত্রঃ আমার ফাঁসি চাই।

সর্বশেষ - Blog

error: Content is protected !!