
আখাউড়া করেসপনডেন্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ৩ নারীসহ ট্রেনে ছিনতাই চক্রের চিহ্নিত ৫ সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম সফিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার চরিনাও গ্রামের কাজল মিয়ার স্ত্রী শিউলী আক্তার সোহেলা (৩৪), একই এলাকার কাদের মিয়া স্ত্রী ফারজানা (৩০) ও মৃত সিদ্দিক আলীর স্ত্রী আমেনা বেগম (৬৫), ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে রহিম মিয়া (২০) এবং নাসিরনগর উপজেলার ঘুজিয়াখাইল গ্রামের শহীদ মিয়ার ছেলে শিপন (২০)।
ওসি সফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা রেলপথে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য ও চিহ্নিত ছিনতাইকারী। আন্তঃনগর উপকূল এক্সেপ্রস ও চট্টলা ট্রেনের যাত্রীদের কাছ থেকে স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনতাইকালে তাদের গ্রেফতার করা হয়। আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ঢাকা রেলপথে চলাচলকারী বিভিন্ন মেইল ও আন্ত:নগর ট্রেনযাত্রীদের স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত তারা। এছাড়া তারা প্ল্যাটফর্মের ভ্রাম্যমাণ অপরাধী। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলেও জানান তিনি।
/এএইচএম

















