Swadhin News Logo
রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সাতক্ষীরা উপকূলে বেড়িবাঁধে বসানো পাইপ উচ্ছেদ

প্রতিবেদক
Nirob
আগস্ট ৩১, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
সাতক্ষীরা উপকূলে বেড়িবাঁধে বসানো পাইপ উচ্ছেদ

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরার শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ ছিদ্র করে বসানো অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড।

রোববার (৩১ আগস্ট) সকাল থেকে ৫ নম্বর পোল্ডারের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটী এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

পানি উন্নয়ন বোর্ড জানায়, উপকূল রক্ষা বেড়িবাঁধে নাইন্টি পাইপ দিয়ে চিংড়ি ঘেরে পানি উত্তোলন করে আসছিল ঘের মালিকরা। এতে বাঁধ ক্ষতিগ্রস্ত হয় এবং হুমকির মুখে পড়ে। এজন্য বাঁধ রক্ষায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বাঁধে থাকা পাইপ উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করে।

পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, কোনো ঘের মালিককে বাঁধ ছিদ্র করে পাইপ বসাতে দেয়া হবে না। এই ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পরবর্তীতে যেন কেউ এমন কর্মকাণ্ডে লিপ্ত না হয় সেজন্য সতর্ক করা হচ্ছে বলেও জানান তিনি।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত