Swadhin News Logo
রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাইবান্ধায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামী গ্রেফতার

প্রতিবেদক
Nirob
আগস্ট ৩১, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
গাইবান্ধায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামী গ্রেফতার

গাইবান্ধা করেসপনডেন্ট: 

গাইবান্ধার সাঘাটায় ১৮ বছর বয়সী এক নববধূকে বিয়ের পরদিন সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্বামী আসিফ মিয়াসহ সাত জনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৩০ আগস্ট) বিকেলে আটক স্বামীকে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত আসিফ মিয়া কামালেরপাড়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে পুলিশ স্বামীসহ ৭ জনকে আটক করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রামের নাজিম উদ্দিনের মেয়ের বিয়ে হয়। গত বুধবার রাতে ২ লাখ ৩০ হাজার টাকা দেন মোহর ধার্য করে পারিবারিকভাবে এই বিয়ে হয়। বিয়ের পর স্বামী আসিফ মিয়া স্ত্রীকে নিয়ে বাড়িতে আসেন। পরদিন বৃহস্পতিবার রাতে ছয় বন্ধুকে বাড়িতে নিয়ে আসে স্বামী আসিফ। এরপর রাতে গণধর্ষণের শিকার হন। পরদিন শুক্রবার দুপুরে স্বামী আসিফের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে স্বজনরা এলে তাদের ঘটনা জানায় ওই নববধূ। 

পরবর্তীতে, স্বজনরা ওই নববধূকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই নির্যাতনের শিকার নববধূর ভাই বাদি হয়ে অজ্ঞাত ৪ থেকে ৫ জনের নাম উল্লেখ করে সাঘাটা থানায় অভিযোগ দেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ জানান, শুক্রবার দুপুরে এক নববিবাহিতা নারীকে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবার। শারীরিক নির্যাতনের আলামত পাওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে স্বামী আসিফ মিয়াসহ ৭ জনকে আটক করে। চেতনানশক খাইয়ে ধর্ষণের ঘটনা ঘটায় আটককৃতদের জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে আদালত শুধু স্বামীকে জেল হাজতে পাঠিয়ে অন্যদের ছেড়ে দেয়। সেইসাথে, অধিকতর তদন্তের মাধ্যমে ধর্ষণে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করার নির্দেশ প্রদান করেন। তদন্তে দোষী হলে ছাড়া পাওয়া ব্যক্তিদের আবার গ্রেফতারের নিদের্শনাও দেন আদালত।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক