
যশোর করেসপনডেন্ট:
যশোরের চৌগাছায় কুপ্রস্তাবে রাজী না হওয়ায় এক নারীর বাম হাতের কনিষ্ঠ আঙুল কামড়ে বিচ্ছিন্ন করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দিলে অভিযুক্ত প্রতিবেশী তাহাজ্জদ হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে আন্দুলিয়া মাদরাসা পাড়ায় এ ঘটনা ঘটে। আটককৃত তাহাজ্জদ হোসেন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের আমিন উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী ওই গৃহবধূ (২৫) গ্রামে একটি এনজিও অফিসের পাশে একটি মুদি দোকান পরিচালনা করেন। তার স্বামী পেশায় রাজমিস্ত্রি হওয়ায় বিভিন্ন স্থানে কাজ করতে যান। ওই নারীর মুদি দোকানে আসার অযুহাতে তাহাজ্জুদ প্রায়ই গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন। রোববার দুপুরে গৃহবধূর স্বামী রাজমিস্ত্রী কাজে বাড়ির বাইরে ছিলেন। তখন সুযোগ বুঝে অভিযুক্ত তাহাজ্জুদ গৃহবধূকে আবারও কুপ্রস্তাব দিতে থাকে। এতে তিনি রাজি না হলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূ বাধা দিলে তাহাজ্জুদ জোরাজুরি করতে থাকে এবং একপর্যায়ে নারীর বাম হাতের কনিষ্ঠ আঙুল কামড় দিয়ে হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী নারী থানায় এসে অভিযোগ দেন। পরে মামলা হিসেবে রেকর্ড করে অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করা হয়। আগামীকাল গ্রেফতার তাহাজ্জদকে যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
/এএইচএম

















