
সাতক্ষীরা করেসপনডেন্ট:
সাত দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ইতিবাচক আন্দোলনের অংশ হিসেবে এক ঘণ্টা বাড়তি সেবা দিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
বুধবার (৩ সেপ্টেম্বর) অফিস সময় ৫টা শেষ হওয়ার পর ৬টা পর্যন্ত এক ঘন্টা বাড়তি দায়িত্ব পালন করেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদফতর, এলজিইডি, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য প্রকৌশলসহ সকল ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা।
উপ-সহকারি প্রকৌশলী থেকে সহকারি প্রকৌশলী পদে পদোন্নতি ৫০ ভাগ উন্নীত করা, শিক্ষাক্রমের আধুনিকায়ন, দশম গ্রেডভুক্ত উপ-সহকারি প্রকৌশলী বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ করাসহ সাত দফা দাবিতে ইতিবাচক এই কর্মসূচি পালন করা হয়।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সাতক্ষীরার আহ্বায়ক প্রকৌশলী শেখ রফিকুল ইসলাম বলেন, আমরা সাত দফার বাস্তবায়ন চাই।
এই দাবিতে আগামাী ২৫ সেপ্টেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হবে।
/এমএইচআর

















