Swadhin News Logo
বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যশোরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় আহত ৪ সিআইডি সদস্য

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
যশোরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় আহত ৪ সিআইডি সদস্য

যশোর করেসপনডেন্ট:

যশোরে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চার সদস্য। তাদের মধ্যে শহিদুল ইসলাম নামে এক কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা— এমন অভিযোগ আনা হলেও অস্বীকার করেছে সিআইডি পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোরের রাজারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় বৃহস্পতিবার বাদী হয়ে অভিযুক্ত তুষারসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ।

সিআইডি পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই মো. জাহিদ হোসেন এবং কনস্টেবল শহিদুল ইসলাম নিয়ে গঠিত একটি দল রাজারহাট এলাকায় অভিযান চালায়। এসময় তারা ওই এলাকার মাসুদ রানার ছেলে তুষারকে নিয়ে কাশ্মীরি বিরিয়ানি হাউজের ভিতরে নিয়ে যায়। সেখানে তাকে তল্লাশি করে। এক এক পর্যায়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে দাবি করে সিআইডি।

এসময় তুষার সিআইডি সদস্যদের ‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার শুরু করে। এতে স্থানীয় কয়েকজন সিআইডি পুলিশদের ওপর হামলা চালায়। পরবর্তীতে যশোর কোতোয়ালি থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

রাজারহাট এলাকার চা দোকানি মোতাহার হোসেন বলেন, ‘কাশ্মীরি বিরিয়ানি হাউজের সামনে থেকে মারামারি করতে করতে আমার দোকানের সামনে চলে আসে। যারা সিআইডি পরিচয় দেওয়াকারিরা ছিলেন সাদা পোশাকে। তারা যখন তুষারকে ধরে নিয়ে যাচ্ছে, ও তখন বলছিলো, আমার টাকা মোবাইল নিয়ে চলে যাচ্ছে, ভুয়া সিআইডি পরিচয়ে। আমাকে বাাঁচও। তখন কিছুলোক উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা শুরু করে। এসময় সিআইডির দুজন পালিয়ে যায়। পরে পুলিশ আসলে ঘটনাস্থলে স্বাভাবিক হয়।

স্থানীয় কয়েকজন জানায়, তুষারের নামে পূর্বে মাদকের কোন মামলা নেই। তবে মারামারিসহ কয়েকটি মামলা রয়েছে। সিআইডি সদস্যদের অফিশিয়াল কোন ড্রেস থাকতো তাহলে এই ধরণের কোন ঘটনা ঘটতো না।

এদিকে অভিযুক্ত তুষারের দাবি ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করায় মারামারি সূত্রপাত হয়। তাকে একটি মোবাইল ভিডিওতে বলতে শোনা যায়, হঠাৎ দুই ব্যক্তি তাকে ধরে কেয়া হোটেলের ভিতর নিয়ে যায়। এরপর পকেটে কি জানতে চাইলে তিনি পকেটে থাকা দুটি ফোন ও নগদ ৫ হাজার টাকা বের করে দেন। একপর্যায়ে ওই দুই ব্যক্তির একজন মোবাইল ও টাকা নিয়ে চলে যেতে গেলে তিনি প্রতিবাদ করেন। এসময় একজন তার হাত থাকা একটি পোটলা দেখিয়ে বলে তোর কাছে ইয়াবা পাওয়া গেছে। এসময় আমি তাকে ঘুষি মারলে স্থানীয়রাও মারপিটে অংশ নেয়।

তবে অভিযোগ অস্বীকার করেছে সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মোসাঃ সিদ্দিকা বেগম। তিনি বলেন, পুলিশ সদস্যরা অভিযানে গেছে। তারা কাউকে অহেতুক ফাঁসাতে যাবে কেন। তুষারের বিরুদ্ধে মামলাও আছে। তিনি আরও বলেন, এ ঘটনার প্রেক্ষিতে সরকারি কাজে বাধা ও মাদক ব্যবসার অভিযোগে তুষারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫জনের নামে মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে যশোর কোতোয়ালি পুলিশ কাজ করছে।

/এমএইচআর

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন আল জাজিরার সাংবাদিক

ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন আল জাজিরার সাংবাদিক

চিত্রনায়িকা নিপুণ আক্তার ও শেখ ফজলুল করিম সেলিম

শেখ সেলিমের সঙ্গে নিপুণের অবৈধ সম্পর্কের তথ্য ফাঁস

উপকূলীয় অঞ্চলে আবহাওয়া অধিদফতরের ৩ নম্বর সংকেত

উপকূলীয় অঞ্চলে আবহাওয়া অধিদফতরের ৩ নম্বর সংকেত

নেপালে বন্ধ করা হচ্ছে ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম

নেপালে বন্ধ করা হচ্ছে ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম

নেত্রকোনায় এনসিপির সমাবেশে বাবরকে নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনায় এনসিপির সমাবেশে বাবরকে নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে মানববন্ধন

রাশিয়ার ৮.৭ মাত্রার ভূমিকম্পটি রেকর্ডকৃত ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ার ৮.৭ মাত্রার ভূমিকম্পটি রেকর্ডকৃত ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ শক্তিশালী ভূমিকম্প

আশুলিয়ায় প্রসূতি শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ

আশুলিয়ায় প্রসূতি শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ

বাউফলে মুঠোফোনে ডেকে নিয়ে লঞ্চ মালিককে পেটানোর অভিযোগ

বাউফলে মুঠোফোনে ডেকে নিয়ে লঞ্চ মালিককে পেটানোর অভিযোগ

অস্ট্রেলিয়ায় সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ কুইন্সল্যান্ডের সিনেটরের

অস্ট্রেলিয়ায় সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ কুইন্সল্যান্ডের সিনেটরের

পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় তিন জন কারাগারে, ৬ পুলিশ প্রত্যাহার

পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় তিন জন কারাগারে, ৬ পুলিশ প্রত্যাহার