
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের লাইসেন্স করা বন্দুকের গুলিতে মৃত্যু হয়েছে এক কাপড় ব্যবসায়ীর। পরিবারের দাবি, তিনি নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন।
ওই ব্যবসায়ীর নাম, নজরুল ইসলাম নজু (৭২)। শুক্রবার সকালে উপজেলার সলেমনাপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলায় দীর্ঘদিন গার্মেন্টেসের ব্যবসা করে আসছিলেন।
স্থানীয়রা জানায়, সলেমানপুর উত্তরপাড়ায় দুইতলা বাড়িতে স্ত্রী ও ছেলে ও ছেলের বউ নিয়ে বসবাস করতেন নজু। বৃহস্পতিবার রাত ১টার দিকে দোতলা থেকে নিচের একটি কক্ষে চলে যান তিনি। যাওয়ার সময় দোতলার প্রধান গেটে সিটকিনি লাগিয়ে দেন। ভোররাতে নিজের লাইসেন্স করা বন্দুক গিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিয়ে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, দীর্ঘদিন ধরে তার পারিবারিক ঝামেলা চলছিল। এছাড়াও ব্যাংকের ঋণ ছিল তার। আমরা বিষয়টি প্রাথমিক ভাবে আত্মহত্যা ধারণা করছি। তারপরও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
/এটিএম

 
         
                    






 
                                     
                                     
                                    








