Swadhin News Logo
শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে দু’দিনে পাঁচজনের মৃত্যু

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ
বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে দু’দিনে পাঁচজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জে মদ্যপানের কারণে দুই দিনে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই কারণে অসুস্থ হয়ে আরও দুই জন হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার ও আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তাদের মৃত্যুর ঘটনা ঘটে।  

নিহতরা বহলেন- কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের বাচ্চু বেপারী (৬৫) একই ওয়ার্ডের আবুল মুন্সীর ছেলে ইব্রাহিম মুন্সী (৭০), রহমতুল্লাহ (৬৫), সদর উপজেলার নুরপুকুরপাড় এলাকার আমির হোসেন(৬০) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির নাম আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারি (২৬)। 

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার আলামিনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে একসাথে বসে নেশাজাতীয় পানি পান করে ভুক্তভোগীরা। যা মূলত ঘোড়া এবং গরুর খুড়ে ঘা হলে ওই ঘায়ে ব্যবহার করা হয়। এরপরই তারা অসুস্থ হয়ে পরে। একে একে মৃত্যুবরণ করে পাঁচজন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎস মাসুদুর রহমান বলেন, শুক্রবার রাত ৮টার দিকে একজন রোগি এসেছিলো। বৃহস্পতিবার রাতে তারা কিছু পানীয় খেয়ে অসুস্থ হয়েছিলো বলে জানিয়েছে। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।  

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, টঙ্গিবাড়ীতে তিনজন ও সদরে দু’জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।

/এমএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক