পঞ্চগড় করেসপনডেন্ট:
দেশ গঠনে প্রান্তিক পর্যায়ের মানুষের অসামান্য ভূমিকা রয়েছে। আর নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির যে পরিকল্পনা তা এখন গণমানুষের কাছে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।
জাতীয় নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ ঘোষণার পর সরকার গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ১৮০ দিনের পরিকল্পনা ঘোষণা করে বিএনপি। আর এই ঘোষণাপত্র নিয়ে গ্রামে গ্রামে সাধারণ মানুষের সাথে দেখা করছেন বিএনপির এই নেতা।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে সারাদিন সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে গণসংযোগ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় এসব কথা বলেন ব্যারিস্টার নওশাদ জমির।
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা এবং জাতীয় নির্বাচনে সরকার গঠন করতে আমাদের যে পরিকল্পনা, তা প্রান্তিক মানুষের কাছে পৌছাতে হবে। মানুষ বিএনপিকে ভোট দেয়ার জন্য অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিন ধরে ভোট বঞ্চিত মানুষরা তাদের পছন্দের নেতাদের কাছ থেকে দেশ গঠনের পরিকল্পনা জানতে চাইবে এটাই স্বাভাবিক। এ সময়, প্রত্যন্ত গ্রামে গিয়ে বিএনপির ৩১ দফা এবং ১৮০ দিনের কর্মসূচির লিফলেট বিতরণ করার পাশাপাশি এ সম্পর্কে সাধারণ মানুষের সাথে বিস্তারিত আলোচনা করেন তিনি। সেইসাথে, মামলা, গুম আর মৃত্যুর শঙ্কা নিয়েও গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিল বলেও উল্লেখ করেন তিনি।
অপরদিকে, জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক হারুন আর রশিদ বলেন, তারেক রহমানের ভাবনাকে সামনে রেখে ব্যারিস্টার নওশাদ জমিরের নির্দেশক্রমে আমরা বাড়ি বাড়ি গিয়ে ধারাবাহিকভাবে ৩১ দফার প্রচারণা চালাচ্ছি। তবে তিনি অভিযোগ করেন, জেলা যুবদলের দীর্ঘদিন ধরে কাউন্সিল হচ্ছে না। এমনকি পূর্ণাঙ্গ কমিটিও নেই। এ সময় দ্রুত কাউন্সিলের দাবি জানান তিনি।
/এএইচএম