Swadhin News Logo
বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ঝিনাইদহে অবৈধ চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ, বাঁধ উচ্ছেদ

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১০, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
ঝিনাইদহে অবৈধ চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ, বাঁধ উচ্ছেদ

জেলা করেসপনডেন্ট, ঝিনাইদহ:

ঝিনাইদহের সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এসব নিষিদ্ধ জাল জব্দ করে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. গোলাম সরোয়ার।

অভিযান সূত্রে জানা যায়, বেলা ১১টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা খাল, পন্ডিতপুর, নবগঙ্গা নদী, বেগবতী নদী, যশাই খাল, নারিকেলবাড়িয়া ও সোনাতনপুর অংশের ঝাপাই খাল, পুটিয়ার বিল, ফটকি নদীর দিঘিরপাড়, বামনআইল ঝাফর বিলসহ বেশ কিছু এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময়, বিভিন্ন খালে স্থাপন করা ১১টি অবৈধ বাঁধও উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বলেন, দেশি মাছের বিস্তার ও বংশবৃদ্ধির লক্ষ্যে ২৫০টি নিষিদ্ধ চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সেইসাথে, নদী ও খালের পানির প্রবাহ ব্যাহত করে এমন সকল অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত