আখাউড়া করেসপনডেন্ট
গাজীপুরের জয়দেবপুর উপজেলায় চাঞ্চল্যকর আনিসুর রহমান (৩২) হত্যাকাণ্ডের একদিন পর মূল আসামি সৌরভ হাসান রুদ্র (২২) কে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার ভোররাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে টহল পুলিশ সৌরভ হাসান রুদ্রকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও পিসিপিআর যাচাই করে রাতেই জয়দেবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নিহত আনিসুর রহমানের বাড়ি জয়দেবপুর উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়ায়। গ্রেফতারকৃত তরুণ সৌরভ হাসান রুদ্র একই উপজেলার ভবানীপুর পূর্ব পাড়ার বাসিন্দা। হত্যা মামলাটির এজাহারনামীয় একমাত্র আসামি সৌরভ হাসান রুদ্র।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, সম্প্রতি চিকিৎসার জন্য ভারতে গেছেন আনিসুরের বোন ও ভগ্নিপতি। এ সময়ের জন্য তাদের ছেলে সৌরভকে মামা আনিসুরের বাড়িতে রেখে যান। মাদকাসক্তের বিষয়টি জানতে পেরে সৌরভকে মাদক গ্রহণে বাধা দেয়ার পাশাপাশি শাসন করতেন মামা আনিসুর। বিষয়টি নিয়ে সৌরভের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বুধবার বিকেলে আনিসুর নিজ ঘরে ঘুমিয়ে থাকাকালে তাকে ধারালো বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যান সৌরভ।
এসময় আনিসুরের চিৎকারে বাড়ির বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে আনিসুরের মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম জানান, শুক্রবার ভোররাতে স্টেশনে টহল পুলিশ ঢাকা মেইল ট্রেন থেকে সন্দেহভাজন আচরণের কারণে একজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ ও থানায় পিসিপিআর যাচাই করে দেখা যায় সে হত্যা মামলার একজন আসামি। পরে রাতেই তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
/এমএইচআর