Swadhin News Logo
রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

শেরপুরে পিডিবির অর্ধকোটি টাকার ক্যাবল চুরির অভিযোগ, ২টি গাড়িসহ আটক ৯

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
শেরপুরে পিডিবির অর্ধকোটি টাকার ক্যাবল চুরির অভিযোগ, ২টি গাড়িসহ আটক ৯

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর আওতাধীন চলমান প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের তার চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ওই প্রকল্পের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ কর্মকর্তা-কর্মচারী।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাড়া নেয়া ডিপো থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ২ ড্রাম তার, একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ফরহাদ (৩০), রফিকুল ইসলাম (৪৪), শাকিল (২০), রঞ্জু (২৫), মোবারক (৩৪), তৈয়ব আলী (৩২), সিয়াম হাসান (১৯), আব্দুস সাত্তার (৩০) ও মোফাজ্জল হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পিডিবির আওতায় উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান এমআরএম ইন্টারন্যাশনাল। ঢাকার পান্থপথে থাকা প্রতিষ্ঠানটির কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও বছরের শুরুতেই শেষ হয়ে যায়। বর্তমানে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে উদ্বৃত্ত নতুন এবং পুরাতন ক্যাবল নিয়ম অনুযায়ী  পিডিবির কাছে হস্তান্তরের কথা রয়েছে। কিন্তু ওইসব ক্যাবল আত্মসাৎ করার অভিপ্রায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটি গোপনে তাদের কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে রোববার ভোররাতে দুটি গাড়িতে করে সেগুলো সরানোর চেষ্টা করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনৈক হুমায়ুন কবীর হিমেলের জায়গা ভাড়ায় নেয়া ডিপো থেকে লাইট অফ করে উদ্বৃত্ত ২৪ ড্রাম নতুন ক্যাবল ট্রাকে লোডের চেষ্টা করা হচ্ছিল। দুই ড্রাম ট্রাকে ওঠানোর পরই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকে লোড করা দুই ড্রাম ক্যাবল, একটি ট্রাক এবং একটি পিকআপসহ জড়িত ৯ জনকে আটক করে।

অপরদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দুপুরে থানায় এলেও মামলা করতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে পুলিশের চাপে প্রতিষ্ঠানের পক্ষে আসাদুজ্জামান বাদী হয়ে অভিযোগ দাখিল করেন। পরে মামলা গ্রহণ করে গ্রেফতারকৃতদের বিকেলে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের অপর প্রতিনিধি শাওন জানান, দুর্বৃত্তরা তাদের অগোচরে ক্যাবল চুরির চেষ্টা করছিল। তবে জড়িতরা তাদের প্রতিষ্ঠানের নিয়োগকৃত কিনা এমন বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।

অপরদিকে গ্রেফতারকৃত শ্রমিকরা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের নির্দেশেই তারা ক্যাবলগুলো ভালুকায় নিয়ে যাচ্ছিলেন।

নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন জানান, ক্যাবলগুলো পিডিবির সম্পদ। চুরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উদ্বৃত্ত ক্যাবল যথাযথ নিয়ম মেনে প্রকল্প অফিসে জমা দেয়ার নিয়ম রয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, ক্যাবলগুলো চুরির উদ্দেশ্যেই জমা না দিয়ে ভোররাতে গোপনে সড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে আলামতসহ জড়িত ৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত