আখাউড়া করেসপনডেন্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ এক নারী যাত্রী নিহত হয়েছেন। তবে দুর্ঘটনার পর ট্রেনটি গন্তব্যের পথে নিরাপদে যাত্রা করেছে।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে আখাউড়া-চট্টগ্রাম রেলপথের গঙ্গাসাগর-ইমামবাড়ি রেলওয়ের গ্রীসনগর অবৈধ রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম।
নিহতরা হলেন, কসবা উপজেলার মান্দাইরপুর গ্রামের সাদিক মিয়া (৩৫), যিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক এবং একই এলাকার রিয়াজুল ইসলামের স্ত্রী পপি আক্তার (২৬)। তিনি অটোরিকশাটির একমাত্র যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন দুপুর পৌনে ২টার দিকে ইমামবাড়ি রেলওয়ে স্টেশন অতিক্রম করে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে গ্রীসনগর রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা রেললাইন পার হওয়ার সময় ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। চলন্ত ট্রেনের সাথে সজোরে ধাক্কা খেয়ে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও একমাত্র নারী যাত্রী নিহত হন।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
/এএইচএম