ঝিনাইদহ করেসপনডেন্ট:
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতন মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, রতন মিয়া জিআর মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতন মিয়াকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তার নামে কালীগঞ্জসহ বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
/এএইচএম