স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:
মাদারীপুরের শিবচরে রাকিব মাদবর (২৫) নামে এক কলেজছাত্রকে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে এলাকা ও নারায়ণগঞ্জ সদর থানার খানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ওই এলাকার নুর আফজাল ওরফে রানা সরদার (৩২) ও একই উপজেলার কেরানীবাট গ্রামের সিয়াম সরদার (২২)।
র্যাব জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারের ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে একা দাঁড়িয়ে ছিল রাকিব। এসময় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে তাকে একা পেয়ে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে প্রেরণ করলে পথেই তার মৃত্যু হয়।
/এটিএম