Swadhin News Logo
রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ব্রাহ্মণবাড়িয়ায় পার্লারে ফেলে যাওয়া ব্যাগ থেকে পিস্তল ও জালনোট উদ্ধার, আটক ৩

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় পার্লারে ফেলে যাওয়া ব্যাগ থেকে পিস্তল ও জালনোট উদ্ধার, আটক ৩

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আদালতপাড়ায় একটি পার্লারে রেখে যাওয়া ব্যাগ থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শহরের আদালতপাড়ার ‘বউ সাজ’ পার্লার থেকে ব্যাগটি উদ্ধার করা হয় বলে জানান নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম।

ওসি শাহীনুর ইসলাম বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে এক নারী একটি ট্রাভেল ব্যাগ হাতে পার্লারে আসেন। কিছুক্ষণ পর ফোনকল পেয়ে তিনি ব্যাগটি রেখে বাইরে যান এবং আর ফেরেননি। অনেকক্ষণ পরও ওই নারী ফিরে না আসায় পার্লার কর্তৃপক্ষ ব্যাগ খুলে আগ্নেয়াস্ত্র ও টাকা দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট উদ্ধার করে।

এই ঘটনায় আটক করা হয় নবীনগর উপজেলার আলমনগর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী সাথী (৪২), করিমশাহ পাড়ার আব্দুল সালামের মেয়ে তাসলিমা আক্তার ও একই গ্রামের মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তারকে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত