সাতক্ষীরা করেসপনডেন্ট:
সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পারুলিয়া গাজীবাড়ি এলাকায় ট্রাক চাপায় এক নববধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধু ফারজানা খাতুন (১৯) দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামের খালিদ হাসানের স্ত্রী ও পারুলিয়া গাজীবাড়ি এলাকার মোশারফ হোসেনের মেয়ে।
গৃহবধুর স্বামী খালিদ হাসান জানান, দুই মাস আগে তাদের বিয়ে হয়। এদিন সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। পারুলিয়া কামালের মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাক পিছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় তারা রাস্তার উপরে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় তার স্ত্রী পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
/এমএইচআর