বাউফল করেসপনডেন্ট:
পটুয়াখালীর বাউফলে বিএনপি কর্মীর হাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মী শারীরিক হেনস্তার শিকার হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরে বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা।
তাদের অভিযোগ, শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল শেষে বাসায় ফেরার পথে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি জেনারেল আবু জাফর সিপাইকে স্থানীয় ছাত্রদল কর্মী রাসেল হাওলাদার মারধর করে।
পরে সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সুবহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানান। সেইসাথে, দোষীকে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
এ ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার।
/এএইচএম