খাগড়াছড়ি করেসপনডেন্ট:
খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনার পর জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩ পাহাড়ি যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে য়ংড বৌদ্ধ বিহারের পেছনের সড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দা, লাঠি এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়।
এর আগে, খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয় ভোর পাঁচটায়। এতে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিন জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা।
পরে বেলা দুইটায় জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এবং বিকেল ৩টায় গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। সন্ধ্যার দিকে পরিস্থিতির আরও অবনতি হয়। বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
/এএইচএম