পিরোজপুর করেসপনডেন্ট:
পিরোজপুর জেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দুদক এর পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল জেলা সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন অনিয়ম তদন্তে এই অভিযান পরিচালনা করে। দুপুর ১টায় শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন।
দুদক সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা ও সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অনিয়ম, দুর্নীতি, দলিল জালিয়াতি ও জমির দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুদক এই অভিযান পরিচালনা করে। প্রথমে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে অফিসে আসা সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে। এ সময় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায় তারা।
দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, সনদধারী তল্লাশিকারক ও নকলনবিশদের অফিস কক্ষে বসে অফিস করতে দেখা যায়, যা নিয়মবহির্ভূত। এছাড়া শিল্পী রানী বিশ্বাস ও মরজিনা খানম নামে দুই নকলনবিশের কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকার সঠিক উৎস জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় তদন্তে পাওয়া অনিয়মের প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তবে দুদকের অভিযানের সময় জেলা রেজিস্ট্রার শেখ মছিউল ইসলাম তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না।
/এএইচএম