বগুড়ার কাহালু উপজেলায় রাহুল সরকার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চা গ্রামের মাগুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাহুল সরকার পৌর যুবদলের নেতা ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নিজের লিজ নেয়া পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন রাহুল। একপর্যায়ে হঠাৎ ৮ থেকে ১০ জন যুবক গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। এ সময় প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়িতে ঢুকেন তিনি। সেখানে গিয়েও দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
/আরএইচ