সুন্দরবনে সুভ্রত মণ্ডল (৩২) নামে এক জেলে কুমিরের আক্রমণের শিকার হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব বিকেল বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সুভ্রত মণ্ডল খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে। তিনি সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুভ্রত মণ্ডল ঢাংমারী স্টেশন থেকে রাজস্ব জমা দিয়ে পাশ সংগ্রহ করে মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করেন। ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি সাঁতরে করমজল খাল পার হচ্ছিলেন। এ সময় একটি কুমির তাকে ধরে টেনে নিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা অন্য জেলেরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। ঘটনার পর বন বিভাগ ও স্থানীয় গ্রামবাসী করমজল খালে তল্লাশি চালান।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেন জানান, বিকেল ৫টার দিকে খালে সুভ্রতের মরদেহ ভেসে উঠেছিল। সাড়ে ৫টার দিকে আবারও দেখা যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিরটি মরদেহ ছেড়ে চলে গেলেও পরে আর মরদেহটির খোঁজ পাওয়া যায়নি।
সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, মঙ্গলবার আমুরবুনিয়া গ্রাম থেকে হেটে সুন্দরবনের ভেতর দিয়ে জোংড়া মাছ ধরতে গিয়েছিল সুব্রতসহ স্থানীয় কিছু জেলে। সেখান থেকে ফেরার সময় বিকেল সাড়ে ৩টার দিকে সাঁতরে করমজল খাল পার হচ্ছিলেন সুব্রত। তখন একটি কুমির তাকে টেনে নিয়ে যায়।
তল্লাশি চালাতে বনে যাওয়া ঢাংমারী গ্রামের ইস্রাফিল বয়াতি বলেন, খালে কুমিরের মুখে সুভ্রতকে দেখেছি। তবে কুমির তাকে খায়নি, মুখে নিয়ে ঘুরছিল। ভাটার সময় পানি কমে এলে খালে নেমে তল্লাশি শুরু করেছি। পরে রাত হওয়ায় আলোর ব্যবস্থা করে এখনো খোঁজ চলছে।
/আরএইচ