কুমিল্লায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার নাজির আহমেদ খান।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে বাঙ্গরা থানা এলাকায় ডাকাতি করতে না পেরে কালো হাইএস গাড়িতে করে দ্বেবিদারে যাচ্ছিলো তারা। এমন তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় নগদ টাকা ও ডাকাতির মালামালসহ ১৪ জনকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গত ২৮ সেপ্টেম্বর লালমাই থানায় দুইটি ডাকাতি হয়। এই ঘটনার পর পুরো জেলায় গোয়েন্দা নজরদারি জোরদার করে পুলিশ।
/আরএইচ