নারায়ণগঞ্জ করেসপনডেন্ট:
নারায়ণগঞ্জের কাঁচপুরে গাড়ি চাপায় দুইজন ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাকিব হোসেন ও সাগর মিয়া
স্থানীয়রা জানায়, আজ ভোরে কাঁচপুর এলাকায় বিকল হয়ে পড়া একটি ট্রাককে আরেকটি ট্রাক টেনে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উদ্ধারকারী ট্রাকটিও বিকল হয়ে যায়। এরপর দুজন চালক অন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ি তাদেরকে চাপা দিয়ে চলে যায়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়কে আটকে পড়া ট্রাক দুটিকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
/আরএইচ