নিয়োগ বিধি সংশোধন, ১৪তম গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকেই কর্মসূচি পালন শুরু করেন তারা।
আজ সকালে রাজবাড়ীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে জেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা জড়ো হন। তারা বলেন, দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিলেও দাবি পূরণ হয়নি। অবিলম্বে ৬ দফা দাবি না মানলে টাইফয়েড টিকাদান কর্মসূচিসহ সকল কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দেন তারা।
এদিকে, একই দাবিতে সাতক্ষীরায়ও কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিট্যান্ট অ্যাসোসিয়েশন। বক্তারা জানান, তারা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ কাজে ফিরবে না।
অপরদিকে, মাদারীপুরে ৬ দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার সকাল ৯টা থেকে জেলার ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন তারা। এ সময় দ্রুত দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
/আরএইচ