Swadhin News Logo
শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪১ জনের জামায়াতে যোগদান

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৪, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪১ জনের জামায়াতে যোগদান

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাইবুল ইসলামসহ ৪১ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত দলীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

আজ শনিবার (৪ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হোসাইন। 

এ সময়, জামায়াতের পক্ষ থেকে নতুন যোগদানকারীদের হাতে ফুল দিয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে সাংগঠনিক বই তুলে দেয়া হয়। যোগদানকারীদের মধ্যে একজন পদধারী বিএনপি নেতা, ২০ জনের মত বিএনপির কর্মী-সমর্থক এবং অন্যান্যরা ব্যবসায়ী ও সাধারণ মানুষ বলে জানা গেছে। 

জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন বলেন, বিএনপি নেতা নাইবুল ইসলামসহ ৪১ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভালবেসে ইসলামের খেদমত করার জন্য সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় যোগদান করেছেন। যাদের মধ্যে বিএনপির কর্মী, সমর্থক, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ রয়েছেন। আল্লাহ তায়ালা সবাইকে দ্বীনের খেদমতে কবুল করুন।

জামায়াতে যোগদানকারী বিএনপি নেতা নাইবুল তিরনইহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চলতি কমিটির সাধারণ সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন। এছাড়া তিনি রনচন্ডি ঈদগাঁহ কমিটির সভাপতি হিসেবেও দ্বায়িত্ব পালন করছেন। এদিকে, তাদের জামায়াতে ইসলামীতে যোগদানের একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

যদিও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বিএনপি নেতা নাইবুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানান। 

/এএইচএম 

সর্বশেষ - আন্তর্জাতিক