গাইবান্ধা করেসপনডেন্ট:
গাইবান্ধার সাঘাটা উপজেলার দিঘলকান্দি চরে বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দিঘলকান্দি চরে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ হলদিয়া ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানায়, সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে তিনি মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্ডল বলেন, বজ্রপাতের ঘটনায় কৃষক আব্দুল আজিজের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
এ সময়, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়।
/এএইচএম