বরিশাল-৫ সদর আসনের এলাকাগুলোতে অনুষ্ঠিত দুর্গা পূজায় সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক বিষয়ে পাশে থেকেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
জানা গেছে, পূজা শুরুর দিন থেকেই তিনি প্রতিদিন সিটি করপোরেশনের মন্ডপগুলোসহ সদর উপজেলার প্রত্যেকটি পূজামন্ডপ পরিদর্শন করেছেন তিনি। পূজা শুরুর পূর্বে গত ১৪ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের জেলা, মহানগর ও সদর উপজেলার পূজামন্ডপের প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করে পূজা উদযাপনে সার্বিক সহায়তার ঘোষণা দেন তিনি।
সে অনুযায়ী পূজার প্রথম দিন থেকেই মহানগর ও সদর উপজেলার প্রত্যেকটি মন্দিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আর্থিক অনুদান নিয়ে গিয়েছেন তিনি।
এ বিষয়ে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ জানান, সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে বিএনপি নেতাকর্মীদের সহযোগীতার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে অনুযায়ী যথাযথভাবে পালনে আমি কাজ করে যাচ্ছি।
/এএস