আখাউড়া করেসপনডেন্ট:
ভারতে পালিয়ে গিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে শেখ হাসিনা। তবে যতই ষড়যন্ত্র হোক না কেন নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগণ নির্বাচন চায় এবং তা দিতে হবে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশ শেষে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমান।
বর্তমান সরকারের প্রতি আস্থা নিয়ে তিনি বলেন, সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, আশা করি নির্বাচন হয়ে যাবে। এখন বিভিন্ন দল নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়- এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্যে শুধু আমাদের দেশের লোকজনই নয় বিদেশি হস্তক্ষেপও রয়েছে। তারা চায় না বাংলাদেশ একটা শান্তিপূর্ণ উন্নয়ন দেশ হোক। তারা বাংলাদেশের উন্নয়নে খুশি না, তারা বাংলাদেশের গণতন্ত্রে খুশি না। যদি তাই হতো তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নেতৃবৃন্দ সে দেশে আশ্রয় নিতে পারতো না। এ সময়, আশ্রয় দেয়া এবং পালিয়ে অন্য দেশে যাওয়া দুটোই সমান অপরাধ বলে উল্লেখ করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি মুহাম্মদ ইলিয়াস, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লায়ন আবুল মুনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপি নেতা শাহাদাত হোসেন লিটন, সফিকুল ইসলাম তোরান প্রমুখ। পরে সভা শেষে দলীয় নেতৃবৃন্দ ও জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান।
/এএইচএম