ঝিনাইদহ করেসপনডেন্ট:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামে ডাকাতি করে পালানোর সময় তিন ডাকাত সদস্যকে আটক করেছে গ্রামবাসী। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেজপাড়া গ্রামের বজলুল করিমের বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি করতে আসে ডাকাত দলের ৮ সদস্য। এ সময় বাড়িতে তার স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। মাদকদ্রব্যের অভিযানের কথা বলে ৮ জনই বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে ১৫-২০ ভরি স্বর্ণালংকার ও প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
স্থানীয়রা আরও জানান, পরে ওই নারীর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে ডাকাত সদস্যদের আটকানোর চেষ্টা করে। গ্রামের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা অবস্থায় তিন সদস্যকে আটক করে গ্রামবাসী। পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে তাদের থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তিন ডাকাত সদস্যকে থানায় নিয়ে আসে। তাদের স্বীকারোক্তি মোতাবেক বাকি সদস্যদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
/এএইচএম