নোয়াখালী করেসপনডেন্ট:
নোয়াখালীর বেগমগঞ্জের একটি দোকানে শিয়ালের মাংস বিক্রি হয়ে আসছিল। উপজেলার ছয়ানি ইউনিয়নের পূর্ব বাজারে দুলাল মিয়ার গোস্ত বিতান নামের প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে চলছিল এটি। যেখানে প্রতি কেজি মাংসের মূল্য ছিলো দুই হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে উপকূলীয় বন বিভাগ ওই বাজারে অভিযান চালায়।
এসময় ওই দোকান থেকে প্রায় ১০ কেজি শিয়ালের মাংস’সহ দোকানের এক কর্মচারীকে আটক করে পুলিশ। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে যায় দোকানের মালিক দুলাল।
পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে আটককৃত কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। অপরাধ স্বীকার করার পর পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত জড়ো হয়ে পুলিশের কাছ থেকে আটককৃত ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায়।
এসময় ওই দুর্বৃত্তরা মব সৃষ্টি করে বন বিভাগের গাড়িতে হামলার চেষ্টা করে। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, গত মাসে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেল লাইন এলাকায় একটি অভিযান পরিচালনা করে শিয়ালের মাংস বিক্রির সময় জসিম ও সাইফুল ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
অভিযানগুলোতে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল রাইট বিডি-৬৪’। এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
/এমএইচআর