প্রতীকী ছবি।
লক্ষ্মীপুরে মা-মেয়েকে জবাই করে হত্যা এবং স্বর্ণালংকার লুটের ঘটনায় এখনও মামলা হয়নি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রামগঞ্জের চন্ডিপুরে এই হত্যাকাণ্ড হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সোনাপুর বাজারে ব্যবসা করেন মিজানুর রহমান। তিনি বাজারে গেলে বাড়িতে স্ত্রী জুলেখা বেগম ও মেয়ে তানহা আক্তার মীম ছাড়া কেউ ছিলো না। এসময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা-মেয়েকে জবাই করে হত্যা করে।
স্বজনদের অভিযোগ, হত্যার পর বাসা থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাজার থেকে ফিরে স্ত্রী ও মেয়ের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন মিজান। তার চিৎকারে ছুটে যান প্রতিবেশীরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
/এমএইচ