ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধ-শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় বড়বাড়ি ও মুন্সিবাড়ির লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে কমপক্ষে অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন।
এদিকে, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/আরএইচ