ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে পুকুরের পানিতে ডুবে ইয়াকিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সেজিয়া গ্রামের তালবাগান পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াকিম ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১০ অক্টোবর) দুপুরের দিকে ইয়াকিম বাড়ির পাশের পুকুরে কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজ শুরু করে। পরে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপ্রত্যাশিত এ ঘটনায় পরিবার ও গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
/এআই