আখাউড়া করেসপনডেন্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ সুলতানপুর ব্যাটালিয়ন।
শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার মঈনপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি জওয়ানদের হাতে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় ও চশমা।
এসব পণ্য কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।
তিনি বলেন, কসবার মঈনপুর বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় ও চশমা জব্দ করা হয়। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। চোরাচালান রোধে বিজিবি’র তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
/এআই