গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজু মিয়া (৪০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা–সুন্দরগঞ্জ সড়কের সদর মহিলা দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে। পেশায় দিনমজুর রাজু মিয়া বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ভ্যানে উঠেছিলেন।
আহতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের আবদুর রশিদ প্রামাণিকের ছেলে আলমগীর হোসেন (৩৮) ও কামারপাড়া গ্রামের আতোয়ার রহমান (৬০)।
স্থানীয়রা জানায়, রাজু মিয়া ও আহত দুইজন ভ্যানে করে সুন্দরগঞ্জ যাচ্ছিলেন। পথে সদর মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে ঢাকাগামী সোনালী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস ভ্যানটিকে ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাজু মিয়াকে মৃত ঘোষণা করা হয়।
আহত আতোয়ার রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত আলমগীরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন বলেন, বেপরোয়া গতির বাসের ধাক্কায় ভ্যানটি উল্টে যায়। এতে রাজু মিয়া নিহত হন। তিনি দাওয়াত খেতে যাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, স্থানীয়দের কাছে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনার পর ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এটিএম