ফাইল ছবি
স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র চলমান রেখেছে। তারা বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে প্রচারণা চালাচ্ছে। চারদিক থেকে আমাদের ঘায়েলের চেষ্টা হচ্ছে।
শনিবার (১১ অক্টোবর) গাজীপুরের কাপাসিয়ায় সাবেক বিএনপি নেতা আ.স.ম হান্নান শাহ’র নবম মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশনের মাধ্যমে নানা ক্ষেত্রে ব্যাপক সংস্কারের কর্মসূচি হাতে নিয়েছে। এই সংস্কার কর্মসূচির সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। বরং বিএনপিই এসব সংস্কারের ধারক-বাহক। তারেক জিয়া ঘোষিত ৩১ দফার সাথে সরকারের সংস্কার কর্মসূচির কোনো বিরোধ নেই। অথচ একটি মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
তিনি আরও বলেন, ভারত সব সময় আমাদের সঙ্গে শত্রুতা করে আসছে। দেশটির সীমান্তরক্ষীরা নির্বিচারে গুলি করে আমাদের মানুষকে হত্যা করে। যা পৃথিবীর সভ্য কোনো দেশ করে না। তারা ফারাক্কার পানি ছেড়ে দিয়ে মানুষের জানমালের ক্ষতি করে। ফলে দেশটির সঙ্গে সম্পর্কটা হবে সমানে সমান।
/আরএইচ