Swadhin News Logo
রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

‘দেশের সার্বিক পরিবর্তনে উত্তরাঞ্চলের বড় ভূমিকা রাখার সুযোগ আছে’

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১২, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
‘দেশের সার্বিক পরিবর্তনে উত্তরাঞ্চলের বড় ভূমিকা রাখার সুযোগ আছে’

রংপুর ব্যুরো:

বাংলাদেশের সার্বিক পরিবর্তনে উত্তরাঞ্চলের বড় ভূমিকা রাখার সুযোগ আছে। সেই সুযোগ পূরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রাখা দরকার বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্‌যাপন অনুষ্ঠান উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এখন হচ্ছে জ্ঞানের জগত। নলেজ হচ্ছে আজকের বিশ্বের অন্যতম কারেন্সি। কাজেই ইনস্টিটিউশন হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা বড় ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে। এই বিশ্ববিদ্যালয়ের অনেক সংকট আছে, ঘাটতি আছে। আজকে আমরা সেসব কথা না বলি। কীভাবে আরও আগানো যায়, সেই প্রত্যয়টা ব্যক্ত করি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্যাম্পাস থেকে একটি বর্নিল শোভাযাত্রা বের হয়ে শহীদ আবু সাঈদ-মডার্ন মোড় ঘুরে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়। লাল পোশাক পড়ে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন এতে।

এর আগে, বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। পরে স্বাধীনতা স্মারকের পাদদেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা কার্যক্রমের সাথে জড়িত ড. হোসেন জিল্লুর রহমান।

ভিসি ড. শওকাত আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ভিসি ড. এম লুৎফর রহমান, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি রাশেদুল ইসলাম, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রফেসর ড. মো. এনামউল্যা, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, শিক্ষার্থী শামসুর রহমান সুমন, আবিদ, উদ্যোক্তা আবু সাঈদ আল সাগর ও অনিন্দ কুমার রায় প্রমুখ।

বক্তারা সবাই রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বৈষম্য নিরসনের প্রতীক আবু সাঈদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০০৮ সালের ১২ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের আমলে শিক্ষা উপদেষ্টা হিসেবে রংপুর বিশ্ববিদ্যালয় নামে এই বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু করেছিলেন ড. হোসেন জিল্লুর রহমান। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত