ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট:
মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ৬ হাজার ৩৪০ বস্তা সারসহ ছিনতাই হওয়া একটি বাল্কহেড জব্দ করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজার এলাকা থেকে বাল্কহেডটি জব্দ করা হয়।
নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৭ অক্টোবর মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ৬ হাজার ৩৪০ বস্তা ডিএপি সার নিয়ে একটি বাল্কহেড সুনামগঞ্জে রওনা করে। এতে সার ডিলারের একজন প্রতিনিধি এবং কয়েকজন শ্রমিক ছিলেন। ৮ অক্টোবর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মানিকনগরে সারবোঝাই বাল্কহেডটি যাত্রাবিরতি করে। পরদিন ইঞ্জিন সমস্যার কারণে বাল্কহেডটি বন্ধ রাখা হয়।
পরে কিছু দূর যাওয়ার পর একটি ট্রলারে এসে বাল্কহেডটিতে দুজন ওঠে। তারপর ডিলারের প্রতিনিধিসহ শ্রমিকদের ট্রলারে উঠিয়ে নেয়। ট্রলারের সঙ্গে বাল্কহেডটি বেঁধে ঘুরতে থাকে। পরদিন ১০ অক্টোবর ডিলারের প্রতিনিধিসহ অন্যান্যদের নামিয়ে সারবোঝাই বাল্কহেডটি নিয়ে যায় তারা।
তিনি আরও জানান, বিষয়টি অবগত করলে অভিযান শুরু করে নৌপুলিশ। পরে নবীনগরের কাইতলা এলাকায় শনিবার রাতে বাল্কহেডটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও আটক করা যায়নি।
/এএম