ঝিনাইদহ আদালতে জামিন নিতে এসে এক আওয়ামী লীগ নেতা পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৯ জুন) দুপুরে ঝিনাইদহ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
পলাতক ওই নেতার নাম নজরুল ইসলাম খান। তিনি কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের হাসেম আলী খানের ছেলে। তিনি জেলার কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার। দীর্ঘদিন ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি নাটোপাড়া গ্রামে শাহিনুর রহমান শাহিনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আদালতে মামলা দায়ের করেন তিনি। ওই মামলায় ২৫ জন আসামির সবাই রোববার ঝিনাইদহ আদালতে জামিন নিতে যান। আসামিদের পক্ষে আইনজীবী শারমিন সুলতানা শ্যামলী ওকালতনামায় স্বাক্ষর নিয়ে আদালতে জামিন আবেদন করেন। তবে জামিন শুনানিতে ২৪ জন আসামি সশরীরে উপস্থিত থাকলেও আদালতে হাজির হননি মামলার এক নম্বর আসামি নজরুল ইসলাম খান।
ওকালতনামায় স্বাক্ষর করে কৌশলে আদালত থেকে পালিয়ে যান তিনি। ওই আসামিকে হাজির করার জন্য এক ঘণ্টা সময় দেন আদালত। পরে আইনজীবী শারমিন সুলতানা শ্যামলী আসামিকে আদালতে হাজির করাতে ব্যর্থ হন। মামলার ২৫ জন আসামির মধ্যে পার্শ্ববর্তী ছোট তালিয়ান গ্রামের পাঁচ আসামি জামিন পান। নাটোপাড়া গ্রামের ১৯ জন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ঝিনাইদহ আদালতের একাধিক আইনজীবী জানান, শারমিন সুলতানা শ্যামলী আওয়ামীপন্থী একজন আইনজীবী। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন মামলা থেকে জামিন করাতে নানান প্রতারণার আশ্রয় নিচ্ছেন তিনি। আসামিকে সশরীরে আদালতে হাজির না করে প্রতারণার মাধ্যমে জামিন নেওয়ার চেষ্টা দুঃখজনক। এই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে আসামিপক্ষের আইনজীবী শারমিন সুলতানা শ্যামলীর সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাদীপক্ষের আইনজীবী খলিল মিয়া জানান, এই মামলায় ২৫ জন আসামিকে আত্মসমর্পণ দেখিয়ে আদালতে জামিন চাওয়া হয়। পরবর্তীতে আসামিদের আইনজীবীর মিথ্যা আদালতে ধরা পড়ে। আসামিদের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন, এক নম্বর আসামি নজরুল ইসলাম খান আদালতে হাজির ছিলেন না। মূলত এই আসামিকে আদালতে হাজির না করেই কৌশলে জামিন করাতে চেয়েছিলেন তার আইনজীবী।
ঝিনাইদহ জেলা আদালতের কোর্ট পরিদর্শক মো. মুক্তার হোসেন বলেন, এই মামলায় ১৯ আসামির জামিন নামঞ্জুর করে আদালত আদেশ দিয়েছেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
/এসআইএন